অ্যাকসেসিবিলিটি লিংক

দায়ী ব্যক্তিদের খুঁজে দণ্ড প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছেন হামদান দাগালো


Protesters walk toward the sit-in protest outside the Sudanese military headquarters, in Khartoum, Sudan, May 14, 2019.
Protesters walk toward the sit-in protest outside the Sudanese military headquarters, in Khartoum, Sudan, May 14, 2019.

এএফপির এক সংবাদে জানা গেছে সুদানের এক শীর্ষ জেনারেল, এই মাসের শুরুর দিকে বিক্ষভকারিদের ওপর সহিংস হামলার কারণে কয়েক ডজন মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনার পেছনে যারা দায়ী তাদের ফাঁসির দণ্ডে দণ্ডিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ক্ষমতাসীন মিলিটারি কাউন্সিলের ডেপুটি চিফ মোহাম্মাদ হামদান দাগালো রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেন, আমরা দায়ী ব্যক্তিদের খুঁজে দণ্ড প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করছি। যে কেউ কোনও ধরনের অপরাধ করে থাকলে আমরা তাকে শাস্তি দেবো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুন মাসের ৩ তারিখে, খারতুমের বাইরে কয়েক হাজার বিক্ষোভকারী শিবির স্থাপন করেন। সেই জায়গায় সামরিক দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র লোক বিক্ষোভকারী এবং তাদের স্থাপনা সহিংসভাবে ছত্রভঙ্গ করে দেয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী ঐ ঘটনায় ১০০ এর বেশী মানুষ নিহত হয়। তবে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা ৬১ জানায়।

XS
SM
MD
LG