অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানে ঐতিহাসিক গনভোট শেষ হয়েছে


সুদানে ভোট গননার প্রস্তুতি
সুদানে ভোট গননার প্রস্তুতি

সুদানে, প্রায় এক সপ্তাহ ধরে চলা গনভোট শেষ হয়েছে, গতকাল শনিবার। সুদানের দক্ষিণাঞ্চলের ভোটাররা স্বাধীনতার বিষয়ে এক ঐতিহাসিক গনভোটে অংশ নিলেন। বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে যান।

২০০৫ সালে উত্তর সুদানের সঙ্গে দক্ষিণের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে সই করা শান্তি চুক্তির আওতায় ঐতিহাসিক ঐ গণভোট হলো।

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে দক্ষিণ সুদানের ভোটাররা একটা সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষেই ভোট দিয়েছেন।

ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষ্যাত্কারে, নিউ ইয়র্কের এমপায়ার স্টেট কলেজের অধ্যাপক ও মানবাধিকার কর্মী ডক্টর পার্থ ব্যানার্জী, সুদানের গনভোটের মূল্যায়ন করেন।

ডক্টর পার্থ ব্যানার্জী মনে করেন এই গনভোটের ফলে উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যে একটা বিভাজন হবে। তবে তিনি মনে করেন অনেকে যে মনে করেন দীর্ঘ দিনের হিংসা হানাহানির অবসান ঘটবে সে বিষয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন রাষ্ট্রগুলো যত বিভাজিত হবে এবং তাদের ক্ষমতা কমে যাবে, ততোই পশ্চিমী কিছু শক্তির সুবিধা হবে।

ডক্টর ব্যানার্জী বলেন সুদানে সংঘাতের প্রধান কারণ হচ্ছে “তেল”। তিনি বলেন তেল সমৃদ্ধ দক্ষিণের পক্ষে, উত্তরের পাইপলাইন এবং যন্ত্রসরজ্ঞাম ছাড়া তেল ব্যবহার বা রপ্তানি করা কঠিন হবে।

XS
SM
MD
LG