অ্যাকসেসিবিলিটি লিংক

সামরিক অভ্যুত্থানের পরেও সুদানে বিক্ষোভ


সুদানে সামরিক অভ্যুত্থানের নেতা, জেনারেল আওয়াদ মোহামেদ আউফ দীর্ঘকালীন শাসক, ওমর হাসান আল বশিরকে ক্ষমতাচ্যুত করার এক দিন পরেই পদত্যাগ করেছেন I তিনি জেনারেল আব্দেল ফাতাহ বুরহানের কাছে ক্ষমতা অর্পণ করেন I সামরিক সূত্র থেকে কেন একদিনের মধ্যে জেনারেল আউফ পদত্যাগ করলেন, তার কোনো ব্যাখ্যা দেয়া হয়নি I খার্তুমসহ সুদানের অন্যান্য শহরে শুক্রবার গণবিক্ষোভ অব্যাহত থাকে I সুদানের জনগণ আবারো সামরিক শাসনের বিরোধিতা করছেন I বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, "একবার সরকারের পতন ঘটেছে, আবারো পতন ঘটবে "I

যুক্তরাষ্ট্র সরকার অনতিবিলম্বে সুদানের শাসন ভার অসামরিক সরকারের কাছে সমর্পনের আওভান জানিয়েছে I

XS
SM
MD
LG