অ্যাকসেসিবিলিটি লিংক

সুয়েজ খালে দমকা ও বালির ঝড়ে আটকা পড়েছে কন্টেইনার জাহাজ, 'এভারগ্রীন'


মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষ, দুদিন ধরে সুয়েজ ক্যানেল বা খালে আটকা পড়া কন্টেইনার জাহাজ, 'এভারগ্রীন'কে মুক্ত করতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেনI এই জাহাজটির দৈর্ঘ্য খালের ব্যসের চাইতে বেশিI এটিকে জটমুক্ত করে আবারো ভাসানোর প্রয়াস চালানো হচ্ছেI কর্তৃপক্ষের ধারণা দমকা হওয়া আর বালির ঝড়, জাহাজটির ওপরে বসানো কনটেইনারে ধাক্কা দিলে, জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলেI

ক্ষুদ্র পরিসরের এই খালটি দিয়ে প্রতিদিন অতিক্রম করছে বহু বাণিজ্যিক জাহাজI জাহাজটির পরিচালনাকারী জাপানের একটি কোম্পানি মিশর সরকারের কাছে যানজট সৃষ্টি হওয়ায়, দুঃখ প্রকাশ করেছেI জাহাজটি ২০,ooo কন্টেইনার বহন করছিলোI

মিশরের কর্তৃপক্ষ যদি, ঝড়ের আগাম হুঁশিয়ারি বা সঠিকভাবে চলাচলের নির্দেশ না দেন , তাহলে এই দুর্ঘটনার তাদের দায়ী করা হতে পারেI অন্যদিকে জাহাজটি যদি, সঠিভাবে পরিচালিত না হয়, তাহলে খালটি ক্ষতিগ্রস্ত করা এবং অন্যান্য জাহাজের বিলম্বিত হওয়ার কারণে, সমূহ ক্ষয়-ক্ষতির জন্য জাহাজের মালিককে ব্যাপক অংকের ক্ষতিপূরণ দিতে হবেI

XS
SM
MD
LG