ইরাকি কর্তৃপক্ষ বলছে যে পশ্চিমের রামাদি শহরে একটি প্রাদেশিক সরকারী স্থানের কাছে এক জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাত জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছে।
বিস্তারিত কিছু জানা যায়নি তবে কর্তৃপক্ষ বলছে যে নিহতের সংখ্যা ১৭ তে পৌছুতে পারে।
কর্মকর্তারা বলছেন যে আজ একজন অত্মঘাতী বোমাবাজ , আনবা্র প্রাদেশিক প্রশাসন কেন্দ্রের কাছে বিস্ফোরক ভর্তি একটি মিনি বাসে বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সঙ্গে উপর্যুপরি আক্রমণ শুরু হয়।
তারা বলছেন যে পুলিশের ছদ্মবেশে দ্বিতীয় আরেকজন বোমাবাজ , লোকের ভীড়ের মধ্যে নিজের দেহে বিস্ফোরণ ঘটায়। ঐ লোকেরা প্রথম বিস্ফোরণে হতাহতদের সাহায্য করার চেষ্টা করছিলেন। এই ঘটনায় হতাহতের মধ্যে ছিলেন পুলিশ, নারী ও শিশু। উদ্ধারকারী লোকজন সহ সমবেত অন্যদের দ্বিতীয় বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করার চেষ্টা চালানো হচ্ছে ইরাকে আল ক্বায়দার বৈশিষ্ট।
২০০৯ সালের ডিসেম্বরের পর আনবারের প্রাদেশিক সরকারের রামাদি স্থাপনার কাচে এই সোমবারের হামলাটি হচ্ছে চতুর্থ আক্রমণ।