অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সুন্দরবনে বাঘের ঘনত্ব কম কেন


বাংলাদেশে সুন্দরবন এলাকা ৪,৮৩২ বর্গ কিলোমিটার, ভারতে ১,৮৪১ বর্গ কিলোমিটার। দুই সুন্দরবনেই বাঘ গুনতি করে দেখা যাচ্ছে, ভারতে প্রতি ১০০ বর্গ কিলোমিটারে ৪টি বাঘ রয়েছে, কিন্তু বাংলাদেশে ২.১৭টি। এলাকা বড় বলে বাংলাদেশের সুন্দরবনের বাঘের সংখ্যা বেশি, কিন্তু বাঘের ঘনত্ব ভারতীয় সুন্দরবনেই বেশি। গোটা সুন্দরবন ধরলে বাঘের গড় ঘনত্ব ৩।

কেন বাংলাদেশের দিকে বাঘের ঘনত্ব কম? ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট-এর তরফে ওয়াই.ভি. ঝালা বলছেন, বাঘের খাদ্য যে শুয়োর আর হরিণ, বাংলাদেশে সম্ভবত শিকারের কারণেই তাদের সংখ্যা কমে গিয়েছে। এ ছাড়াও, চোরা শিকারের ফলে বাঘ কমে গিয়েছে। ঝালার মতে, বাংলাদেশের সুন্দরবনে যত বড় এলাকা, আরও বেশি বাঘ ওখানে থাকতেই পারত।

বাঘের হিসেব জানতে ভারতীয় সুন্দরবনে ব্যবহার করে হয়েছে ৩৫০টি ট্র্যাপ ক্যামেরা, জানালেন সুন্দরবনের ফিল্ড ডিরেক্টর নীলাঞ্জন মল্লিক।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:50 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG