সুন্দরবনকে রক্ষার জন্য রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে
আন্দোলনরতদের সাথে মঙ্গলবার ঢাকায় পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে নির্মিতব্য ওই বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা একটি খোলা চিঠি ভারতীয় হাই কমিশনে পৌঁছে দিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমর্থকদের একটি মিছিল মালিবাগএলাকায় পৌঁছালে তা পুলিশের বাধার মুখে পড়ে।
এসময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে, বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে এবং জল কামাল ব্যাবহার করে।
মিছিলের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ২০ অক্টোবর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে কমিটি।বিশ্বের সর্ব বৃহৎ মানব সৃজিত সুন্দরবনের সন্নিকটে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হলে বনটি ধংস হয়ে যাবে এই আশংকায় প্রকল্পটি বাতিলের দাবি জানিয়ে আসছে জাতিয় কমিটি এবং দেশ বিদেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।