অ্যাকসেসিবিলিটি লিংক

সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্বাতী গঙ্গোপাধ্যায়ের একান্ত সাক্ষাৎকার


Sunil
Sunil


আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের মধ্যে নেই আজ বছর সাতেক হয়ে গেল। থাকলে আজ তাঁর বয়েস হতো ৮৫ বছর। কিন্তু সুনীলের মধ্যে চিরকাল আরও একটা অল্পবয়সী ছেলের বাস ছিল, যার নাম নীললোহিত। তার বয়েস লেখক কোনও দিন বাড়তে দেননি। কবি, না গদ্যকার, কীভাবে পরিচিত হতে চাইতেন সুনীল? কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন তিনি? এই রকম নানা বিষয়ে কবিপত্নী স্বাতী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার দীপংকর চক্রবর্তী।

XS
SM
MD
LG