যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট মনোনয়নের প্রতিযোগিতায় আজ মঙ্গলবার ১৪টি রাজ্যে ভোটাররা ভোট দিচ্ছেন। ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট মনোনয়নে জয়ী হতে ১,৯৯১জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন।
আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা এবং দক্ষিণ ক্যারোলিনায় প্রতিদ্বন্দ্বিতার পর, তথাকথিত সুপার মঙ্গলবারের মনোনয়নের প্রক্রিয়া জাতীয় নির্বাচনের ছোঁয়া এনেছে। পশ্চিম, দক্ষিণ, উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের ভোটাররা সকলেই একই দিনে অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সামোয়া ভূখণ্ড এবং বিদেশে বসবাসরত নিবন্ধভুক্ত ডেমোক্র্যাটরাও আজ ভোট দিচ্ছেন।
ভার্মন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স এ পর্যন্ত এই প্রতিযোগিতায় ৫৮ প্রতিশ্রুতিবদ্ধ প্রতিনিধিদের সমর্থনে এগিয়ে রয়েছেন। স্যান্ডার্স ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের ভোটারদের কাছে থেকে থেকে বড় সমর্থন পেতে পারেন যেখানে জরিপে দেখা গেছে অন্যান্য প্রার্থীদের চাইতে তিনি এগিয়ে আছেন।
তৃতীয় বৃহত্তম প্রতিদন্দিতার রাজ্য সাউথ ক্যারোলাইনাতে স্যান্ডার্স ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইদেনের মধ্যে শক্ত লড়াই হবে কেননা সম্প্রতি বাইডেন সেখানে প্রাথমিকে জিতে এসেছেন এবং ৫০জন প্রতিনিধি তাকে সমর্থন জানিয়েছে।