অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতা সুপ্রিম কোর্ট চায়, বছরে অন্তত ২১০ দিন আদালত বসুক


CORRECTION Mumbai Attacks Sentencing
CORRECTION Mumbai Attacks Sentencing

কলকাতা হাইকোর্টে ঘন ঘন ছুটি নিয়ে বিচারপতিদের সঙ্গে আইনজীবিদের বিবাদের কোনও নিষ্পত্তির লক্ষণ নেই এখনও। সুপ্রিম কোর্ট চায়, বছরে অন্তত ২১০ দিন আদালত বসুক। ও দিকে, অন্তত আড়াই লক্ষ মামলা নিষ্পত্তির অপেক্ষায়। অথচ, কোনও আইনজীবির মৃত্যু হলেই শোকসভা করবেন বলে আদালত বন্ধ করে দেন আইনজীবিরা। দেশের অন্যান্য কোনও হাইকোর্টে এত ছুটির রেওয়াজ নেই বলেই শোনা যায়।

প্রধান বিচারপতি, মঞ্জুলা চেল্লুরের প্রস্তাব, সপ্তাহের কেবল শুক্রবারের বিকেলেই শোকসভা হোক, অন্যান্য দিন আদালতের কাজে যেন ব্যাঘাত না হয়। এ ছাড়া, আরেক বিচারপতি, জয়মাল্য বাগচির প্রস্তাব, হাইকোর্টে যে ৯০টি চিট ফান্ড বিষয়ক মামলা চলছে, সেগুলির দ্রুত নিষ্পত্তির স্বার্থে মাসের দুটি শনিবার হাইকোর্ট বসুক। কিন্তু বিচারপতিদের প্রস্তাবে এখনও সম্মতি জানাননি আইনজীবিরা। তাঁদের সহযোগিতা ব্যতিরেকে তো সে সব সম্ভব নয়।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG