অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে এখনই গ্রেফতার করা যাবে না


kolkata police commissioner
kolkata police commissioner

ভারতের সুপ্রিম কোর্ট আজ বলেছে, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজির হতে হবে, তবে এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না।

সারদা চিট ফান্ড তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই বনাম কলকাতা পুলিশের সংঘর্ষ, যা কিনা বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর পাঞ্জা কষা, তাতে ভারতে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার জন্যই মঙ্গলবার এব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের দিকে সারা দেশের নজর ছিল। দুই পক্ষের বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, রাজীব কুমারকে সিবিআইয়ের সঙ্গে সব রকম সহযোগিতা করতে হবে, সততার সঙ্গে জেরার জবাব দিতে হবে। কলকাতায় নয়, দিল্লিতেও নয়, নিরপেক্ষ জায়গা মেঘালয়ের শিলঙে তাঁকে জেরা করা হবে। তবে আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার দায়ে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, পুলিশের ডিরেক্টর জেনারেল এবং কলকাতার পুলিশ কমিশনারকে আগামী ১৮ই ফেব্রুয়ারির মধ্যে হলফনামা দিয়ে কারণ দর্শাতে হবে। তাতে সন্তুষ্ট না হলে ২০শে ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজির হতে হবে। এই রায়কে উভয় পক্ষই তাদের নৈতিক জয় বলে অভিহিত করেছে।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG