অনুমান করা হচ্ছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রয়াত উদারপন্থী বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের শূন্য স্থান পুরণের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি পদে অ্যামি কনি ব্যারেটকে মনোনীত করবেন। এর ফলে প্রেসিডেন্ট নির্বাচনের ছয় সপ্তারও কম সময়ে, প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে আরও বেশি রক্ষণশীল করে তুলতে পারবেন। সি এন এন এবং দ্য নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক সংবাদ মাধ্যম বেনামি সুত্রগুলোকে উদ্ধৃত করে জানিয়েছে যে, আজ শনিবার ওয়াশিংটন সময়ে বিকেল ৫টায় প্রেসিডেন্ট ব্যারেটের নাম ঘোষণা করার ইচ্ছে রাখেন। তবে তাঁরা এ ব্যাপারে সতর্ক করে দেন যে, প্রকাশ্যে নাম ঘোষণার আগে পর্যন্ত এ রকম সম্ভাবনা তো থেকেই যাচ্ছে যে শেষ মূহুর্তে ট্রাম্প কোন রকম পরিবর্তন করতেই পারেন। ভয়েস অফ আমেরিকা সংবাদ মাধ্যমের এই খবর নিশ্চিত করতে পারেনি।
৮৭ বছর বয়সী গিন্সবার্গ, যিনি গত সপ্তায় মারা যান তাঁর স্থলাভিষিক্ত করতে একজন নারীকে তিনি মনোনীত করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যারেট হচ্ছেন আপিল আদালতের একজন রক্ষনশীল বিচারক, তিনি এই পদের জন্য আপিল আদালতের আরেকজন বিচারক বারব্রা লাগোয়ার সঙ্গে সম্মুখ সারিতেই রয়েছেন। ট্রাম্প তাঁর প্রশাসনের প্রথম দিকে এঁদের দুজনকেই ফেডারেল আপিল আদালতে নিয়োগ দিয়েছিলেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদের জন্য তাঁর পূণঃনির্বাচনের আগে ট্রাম্পের এই সিদ্ধান্ত তাত্ক্ষণিক ভাবেই ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক বিতর্কের সুত্রপাত করেছে। সেনেটে রিপাবলিকান নেতারা বলছেন যে, ঐ পদ পূরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা উচিৎ, কিন্তু অন্যদিকে ডেমক্র্যাটরা বলছেন যে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হচ্ছেন সেটা না জানা পর্যন্ত এই মনোনয়ন বিলম্বিত করা উচিত্। গিন্সবার্গের শুণ্য আসনটি পূরণ করতে যাঁকেই বেছে নেয়া হোক না কেন তিনি আগামি বছরগুলোতে গর্ভপাত, স্বাস্থ্য পরিচর্যা, আগ্নেয়াস্ত্র আইন, ধর্মীয় স্বাধীনতা, অভিবাসন এবং মত প্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করবেন।