অ্যাকসেসিবিলিটি লিংক

ভ্যাকসিন নিয়ে যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেলের সতর্কবার্তা 


১৫ই জুলাই বৃহস্পতিবার হোয়াইট হাউজে কভিড সংক্রান্ত সংবাদ অবহিতকরণে সার্জন জেনারেল ড: ভিবেক মুরথি
১৫ই জুলাই বৃহস্পতিবার হোয়াইট হাউজে কভিড সংক্রান্ত সংবাদ অবহিতকরণে সার্জন জেনারেল ড: ভিবেক মুরথি

যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল, ভিভেক মূর্তি বৃহস্পতিবার এক স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবার্তা জারি করে জনগণকে কভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কিত অপপ্রচার সীমিত রাখার আবেদন জানিয়েছেনI তিনি বলেন, এ ধরণের অপপ্রচার যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কর্মসূচিকে মন্থর করে দিয়েছেI

এ বছরের শুরুতে দায়িত্ব নেয়ার পর, তিনি তাঁর প্রথম পরামর্শমূলক ভাষণে স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য পরিবেশনকে জনগণের স্বাস্থ্যের প্রতি চরম হুমকি বলে উল্লেখ করে বলেন, মিথ্যা অপপ্রচার জনগণের মাঝে বিভ্রান্তি, অনাস্থা, স্বাস্থ্যের প্রতি ঝুঁকি এবং জনগণের স্বাস্থ্যের প্রতি নিবেদিত এই উদ্যোগকে ব্যাহত করতে পারেI
তিনি বলেন, সাম্প্রতিক জরিপে দেখা যায় ভ্যাকসিন সম্পর্কিত সামান্যতম অপপ্রচারের কারণে জনগণের মনে অনাগ্রহের সৃষ্টি হতে পারে, যখন রোগ নিয়ন্ত্রন কেন্দ্র বা CDC জানায় যে, যুক্তরাষ্ট্রে ১/৩ বয়স্ক লোক এখনো ভ্যাকসিন নেন নিI

সার্জন জেনারেল বলেন এসবমিথ্যা অপপ্রচার যেসব স্বাস্থ্যকর্মী ও অন্যান্য পেশার লোকজন, যারা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাতে বা গ্রহণে প্রয়াস চালান, তারা হয়রানি বা সহিংসতার মুখোমুখি হচ্ছেনI ড; মূর্তি জনগণকে তথ্যের সত্যতা যাচাই করতে, বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করতে বলেছেনI

XS
SM
MD
LG