অ্যাকসেসিবিলিটি লিংক

টিম্বাকটু ধ্বংসের সন্দেহভাজন ব্যক্তিকে আই সি সি ‘র কাছে হস্তান্তরিত


ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভূক্ত প্রাচীন শহর টিম্বকটুর ভবনগুলোর ধ্বংসের পেছনে সন্দেহভাজন ব্যক্তিটিকে দ্য হেইগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তরিত করা হবে।

আহমাদ আল ফাকি আল মাহদি যে আবু তোরাব নামে ও পরিচিত তাকে নিজার আদালতে সোপর্দ করেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিশংসক ফাতু বেনসুদা এক বিবৃতিতে বলেন যে আল মাহদিকে আটক করা একটি ইতিবাচক পদক্ষেপ।

বেনসুদা আরও বলেন যে আল মাহদি সশস্ত্র ইসলামি উগ্রবাদী গোষ্ঠি আনসার দ্বীন ‘এর একজন অত্যন্ত উৎসাহী সদস্য ছিল। অভিশংসক বলেন যে এই হামলা ছিল গোটা জনগোষ্ঠির মর্যাদা এবং তাদের ধর্মীয় এবং ঐতিহাসিক শেকড়ের পরিচিতির উপর দায়িত্বজ্ঞানহীন হামলা।

এই সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ঐ স্থানে ২০১২ সালে ইচ্ছাকৃত ভাবে হামলা পরিচালনার অভিযোগ রয়েছে । এই উগ্রবাদীরা , এই সব কাঠামোকে মূর্তিপূজার সমতূল্য মনে করতো তবে পরে তাদের ফরাসি সামরিক বাহিনী বিতাড়িত করে।

.

XS
SM
MD
LG