অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রত্যাবাসন হতে হবে স্বপ্রণোদিত ও নিরাপদ: সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট


বাংলাদেশে সফররত সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট আলা বারসে মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গা শরণার্থীদের সাথে কথা বলেছেন। এ সময় তিনি একটি হাসপাতাল পরিদর্শনকালে তার দেশের পক্ষ থেকে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।

কক্সবাজারে সুইস প্রেসিডেন্ট সাংবাদিকদের সাথে স্বল্পসময়ের আলাপকালে বলেন, প্রত্যাবাসন হতে হবে স্বপ্রণোদিত ও নিরাপদ, টেকসই এবং কার্যকর। তিনি বলেন, তার দেশ চায় রোহিঙ্গা সংকট নিরসনে কফি আনান কমিশন রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন।

এদিকে, ঢাকায় ওআইসি পর্যটনমন্ত্রীদের এক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রোহিঙ্গা সংকটে যেসব দেশ ও আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে তাদের ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে সম্পর্ক স্থাপনের তাগিদ দেন।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG