অ্যাকসেসিবিলিটি লিংক

আলেপ্পোতে বিদ্রোহীদের অবস্থানের উপর সিরীয় সৈন্যদের বোমা বর্ষণ


উত্তরের আলেপ্পো শহরে বিদ্রোহীদের অবস্থানের উপর সিরিয়ার সেনাবাহিনী প্রচন্ড গোলাবর্ষণ এবং হেলিকপ্টার গানশীপের সাহায্যে আক্রমণ অভিযান অব্যাহত রেখেছে।

দেশের এই সব চেয়ে বড় শহরটি , এখন প্রধান একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং খবরে বলা হচেছ যে এই অভিযান হচ্ছে বিদ্রোহীদের বিরুদ্ধে সব চেয়ে বড় রকমের আক্রমণ্ ।

এ দিকে ইরানের সংবাদ মাধ্যম বলেছে যে তেহরান সরকার তুরস্ক ও কাতারকে শনিবার দামেস্কে অপহৃত ৪৮ জন ইরানি নাগরিকের মুক্তিতে সাহায্য করতে অনুরোধ করেছে। ইরান বলছে যে এরা হচ্ছে ধর্মীয় জিয়ারতকারী তবে আল আরাবিয়া টেলিভিশন বলছে যে সিরিয়ায় বিদ্রোহীরা তাদেরকে ইরানিয়ান রেভ্যুলিশানারী গার্ডস এর সদস্য বলে চিহ্নিত করেছে।

ইরান সিরিয়ার সরকারকে সমর্থন করে কিন্তু তুরস্ক ও কাতার সরকার বিরোধীদের সমর্থন করছে।

আশা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন , সিরিয়ার এই অবনতিশীল পরিস্থিতি আলোচনার জন্যে আগামি সপ্তায় তুরস্ক সফরে যাবেন।
XS
SM
MD
LG