সিরিয়ার গুরুত্বপূর্ণ বিরোধী গোষ্ঠীগুলোর একটি কমিটি – জেনিভায়, জাতিসংঘের মধ্যস্থতায়-উদ্যোগে আয়োজিত শান্তি আলোচনায় যোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নে সিদ্ধান্ত নিতে চলেছে আজ বুধবার।
ঐ নিস্পত্তি আলোচনার জন্যে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্তাফান দ্য মিস্তুরা মঙ্গলবার আমন্ত্রণপত্র পাঠিয়েছেন কিন্তু আলোচনায় অংশগ্রহনকারীদের তালিকায় কারা কারা রয়েছে তা তিনি প্রকাশ করেন নি।
সিরিয়ার ঐ আলোচক কমিটি মনে করেন- আলোচনায় তাঁদেরই হবার কথা বিরোধী পক্ষের তরফের একমাত্র প্রতিনিধিদল।। কমিটি সদস্যেরা আলোচনার পক্ষেই বলে আভাসে ইঙ্গিতে মনে হলেও,বুধবার আরো আলাপ আলোচনার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবার কথা। বিরোধী পক্ষের আরো বেশ কিছু ব্যক্তি ঐ কমিটির সদস্য না হলেও বলেছেন, আলোচনায় তাঁদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।এঁদের ভেতর বিরোধী পক্ষিয় বিশিষ্ট ব্যক্তি কুর্দি-আরব রাজনৈতিক ঐক্য জোটের সভাপতি হেইথাম মান্নাও রয়েছেন।তিনি বলেছেন – আমি বন্ধূদের নিয়েই যাবো- নয়তো যাবো না- এ প্রশ্নে কোনো সমঝোতার অবকাশ নেই।