অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সামরিক উপস্থিতির সম্প্রসারণ ঘটাতে চাইছে রাশিয়া


সিরিয়ায় স্থানীয় সুত্রগুলো জানাচ্ছে যে ঐ যুদ্ধ বিধ্বস্ত দেশের উত্তর পূর্বাঞ্চলে রাশিয়া তার সামরিক উপস্থিতির সম্প্রসারণ ঘটাতে চাইছে। রাশিয়ার একটি সামরিক যানবহর গত সপ্তায় সিরিয়ার সঙ্গে তুরস্ক ও ইরাকের সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়ে পৌঁছেছে। খবরে বলা হচ্ছে সেখানে রুশ কর্মকর্তারা স্থানীয় বাশিন্দাদের সঙ্গে দেখা করেছেন এবং ঐ এলাকায় রাশিয়ার সামরিক ঘাঁটি তৈরির সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনা করেছেন।

একজন স্থানীয় সাংবাদিক ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে ক্বাসির দিব নামের ঐ গ্রামটি, সিরিয়ার সব চেয়ে উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় কুর্দি সংখ্যাগরিষ্ঠ মালিকিয়া শহরের কাছে অবস্থিত । উত্তর পুর্ব সিরিয়ায় অবস্থানরত একজন সংবাদদাতা নিশান মোহাম্মদ বলেন যে ঐ বৈঠকে উপস্থিত লোকজনের সঙ্গে আলাপ করে তিনি জানতে পেরেছেন যে সেখানে রুশরা ঘাঁটি স্থাপন করতে চায় সাম্প্রতিক সময়ে , সিরীয় প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের সরকারের কড়া সমর্থক রাশিয়া সিরিয়ার উত্তর পুর্বাঞ্চলে তার অবস্থান দৃঢ় করছে। ঐ অঞ্চলটি স্থানীয় কুর্দী বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে। ২০১৯ সালের অক্টোবর মাসে তুরস্কের সামরিক বাহিনী এবং সিরিয়ান মিলিশিয়া , যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্সেসের বিরুদ্ধে আক্রমণ অভিযান চালানোর পর রুশ সৈন্যরা ঐ অঞ্চলে এগিয়ে আসে। এর আগেই সিরিয়া ও তুরস্কের সীমান্ত অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র আংশিক ভাবে তার সৈন্য প্রত্যাহার করে নেয়।

XS
SM
MD
LG