অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের আক্রমণে এক লাখ মানুষ স্থানচ্যুত


বিশ্ব খাদ্য কর্মসূচী বলছে যে, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের আক্রমণের কারণে এ পর্যন্ত এক লক্ষ লোক স্থানচ্যুত হয়েছে। তারা বলছে, এই গৃহচ্যূত লোকগুলো এসেছে রাস আল আইন এবং তাল আবিয়াদ শহর দুটি থেকে।

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্সেস, তুরস্কের এই দাবি অস্বীকার করছে যে তারা রাস আল আইন শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।

দ্য সিরিয়ান অবজারভেটারি ফর হিউমান রাইটস বলছে, তুরস্কের এই আক্রমণ অভিযানের কারণে অসামরিক লোকের নিহতের সংখ্যা এখন ৩০ জনে গিয়ে পৌঁছেছে।

বুধবার আংকারা সরকার সীমান্ত পেরিয়ে এই বলে এই আক্রমণ শুরু করে যে তারা সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্ত এলাকাকে সিরীয় কুর্দি বাহিনীর হাত থেকে মুক্ত করতে চায়, যাদেরকে তারা তুরস্কে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের মিত্র হিসেবেই গণ্য করে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কোবানেতে একটি আমেরিকান সামরিক চৌকির কাছে তুরস্কের গোলা গিয়ে পড়লে ঐ চৌকিটি খালি করে দেয়া হয়েছে। তবে কোবানেতে মূল চৌকি ক্ষতিগ্রস্ত হয়নি এবং কর্মকর্তারা বলছেন, তারা আশা করছেন ঐ সামরিক চৌকি খালি করে দেয়ার ব্যাপারটি হবে সাময়িক।

এ দিকে নেটো, তার জোটেরই সদস্য তুরস্ককে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

XS
SM
MD
LG