অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অসন্তোষ পরিস্থিতিতে নিহত পাঁচ হাজারের বেশি মানুষ - জাতিসংঘ মানবাধিকার দঐতর ।


সিরিয়ায় অসন্তোষ পরিস্থিতিতে নিহত পাঁচ হাজারের বেশি মানুষ - জাতিসংঘ মানবাধিকার দঐতর ।
সিরিয়ায় অসন্তোষ পরিস্থিতিতে নিহত পাঁচ হাজারের বেশি মানুষ - জাতিসংঘ মানবাধিকার দঐতর ।

সিরিয়ার মানবাধিকার কর্মিরা বলছেন – সরকারের আরক্ষা বাহিনী , দেশের উত্তর পশ্চিমাঞ্চলে এগারো ব্যক্তিকে হত্যা করেছে এবং আহত হয়েছে কয়েক ডজন মানুষ । এদিকে জাতিসংঘ বলছে মাসের পর মাস যে অসন্তোষ-ক্ষোভ চলে আসছে তাতে মৃতের সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজারে ।

লন্ডন ভিত্তিক সিরিয় অবযারভেটরী মানবাধিকার গোষ্ঠি আজ মঙ্গলবারে বলেছে এই হালের হত্যাকান্ড সংঘটিত হয়েছে তুরস্ক সীমান্ত সংলগ্ন বিক্ষুদ্ধ ইদলীব প্রদেশে ।

জাতিসংঘের মানবাধিকার বিভাগীয় প্রধান নাভী পিল্লাই সোমবার বলেন – তাঁর দফতরের কাছে নিভর্রযোগ্য সূত্র থেকে যেসব তথ্য-পরিসংখ্যান মিলেছে তাতে দেখা যায় যে মার্চে যে অসন্তোষের সূচনা হয়েছিলো তাতে এ অবধি মৃতের সংখ্যা সম্ভবত: পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে ।

পিল্লাই বলেন – গোলোযোগের কেন্দ্রস্থল হোমস শহরের ওপর বড়ো ধরনের একটা হামলা অভিযানের আশংকা করা হচ্ছে ঐসব সূত্রের তরফে ।

ইতিমধ্যে , সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সানা’ বার্তা সংস্থা মঙ্গলবার বলেছে – সীমান্ত রক্ষিদের সঙ্গে ১৫ জন সন্ত্রাসীর এক সংঘাতে দু’ই সন্ত্রাসী নিহত হয়েছে । ঐ পনেরো জন তুরস্ক থেকে সিরিয়ায় ঢোকবার চেষ্টা করছিলো । প্রায় সাড়ে সাত হাজার সিরিয়বাসি সিমান্ত পেরিয়ে পালিয়েছেন তুরস্কে নৃশংস সরকারি দমন অভিযানের হাত থেকে প্রাণ বাঁচাতে ।

XS
SM
MD
LG