অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার সেনা বাহিনী ও দলত্যাগী সেনা সদস্যদের মধ্যেকার লড়াইয়ে প্রায় ১০০ দলত্যাগি হতাহত হয়েছে


সিরিয়ার সেনা বাহিনী ও দলত্যাগী সেনা সদস্যদের মধ্যেকার লড়াইয়ে প্রায় ১০০ দলত্যাগি হতাহত হয়েছে
সিরিয়ার সেনা বাহিনী ও দলত্যাগী সেনা সদস্যদের মধ্যেকার লড়াইয়ে প্রায় ১০০ দলত্যাগি হতাহত হয়েছে

সিরিয়ার মতাদর্শি কর্মিরা বলছেন – সরকারের সামরিক বাহিনী ও সেনা বাহিনীর দলত্যাগী সদস্যদের মধ্যেকার লড়াইয়ে প্রায় ১০০ দলত্যাগি হতাহত হয়েছে । আরব লীগ ইতিমধ্যে সিরিয়া সরকারের অবদমন তত্পরতা পর্যবেক্ষনের উদ্দেশে সেখানে পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ।

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষন গ্রুপ প্রত্যক্ষদর্শিদের হাওয়ালা দিয়ে বলছে – তুরস্ক সীমান্তবর্তী ইদলীবে সকালের সংঘর্ষের পর সেনারা একদল দলত্যাগি সেনা সদস্যকে ঘিরে ফেলে কাফরুওয়েদ এবং আল ফাতিরা গ্রাম দু’টির মাঝখানে । কাফুরুওয়েদে সেনা বাহিনী বেশ কিছু অসামরিক লোকজন সহ বহূ মতাদর্শি সংগ্রামীকেও অবরোধ করে । ওখানটায় ব্যাপক কোনো হত্যাযজ্ঞ না ঘটে তার নিশ্চয়তা বিধানে মতাদর্শি গ্রুপটির মূখপাত্র হিভীন কাকো হস্তক্ষেপ করবার জন্যে বৃটেনে অবস্থিত অধিকার গোষ্ঠীর প্রতি অনুরোধ জানাচ্ছেন ।

সিরিয় মতাদর্শিরা বলছেন – সোমবার আরক্ষা বাহিনী সেনা বাহিনীর ৭০ দলত্যাগি সদস্যকে বধ করে – তারা যখন কিনা তুরস্ক সীমান্তের কাছে ঐ একই এলাকায় তাদের অবস্থান থেকে পালাতে চেষ্টা করছিলো । সরকারের অবদমন তত্পরতা পর্যবেক্ষন করতে আরব লীগের পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাব রফায় সিরিয় সরকার সম্মত হওয়ার পর পরই এ সহিংসতা দেখা দিয়েছে । আরব লীগ বলছে – সহকারী মহাসচীব সামীর সেইফ আল ইয়াযালের নেতৃত্বে প্রারম্ভিক একটি দল সিরিয়ায় যাবে বৃহস্পতিবারে – দেশটিতে পর্যবেক্ষক মোতায়নের পথ প্রশ্বস্ত করার উদ্দেশে ।

সিরিয়ায় সহিংসতার প্রতি ধিক্কার জানাতে সোমবার জাতিসংঘ সাধারন পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব সর্বসম্মত ঐক্যের ভিত্তিতে অনুমোদিত হয়েছে । জাতিসংঘ বলছে – কমসে কম ৫ হাজার মানুষ নিহত হয়েছে সিরিয়ায ৯ মাসের গণ-অভ্যুত্থানে ।

XS
SM
MD
LG