অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেন বলেছে সিরিয়ার বিরুদ্ধে আরও সামরিক আঘাত হানার কোন পরিকল্পনা এখন নেই


Damascus ၿမိဳ႔က ဆီးရီးယား သိပၸံသုေသသနဌာန ပ်က္စီးသြားပုံ၊ ဧၿပီ ၁၄၊ ၂၀၁၈။
Damascus ၿမိဳ႔က ဆီးရီးယား သိပၸံသုေသသနဌာန ပ်က္စီးသြားပုံ၊ ဧၿပီ ၁၄၊ ၂၀၁၈။

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সিরিয়ার বিরুদ্ধে আরও সামরিক আঘাত হানার কোন পরিকল্পনা এখন নেই, তবে তাঁর দেশ ও মিত্র দেশগুলো আরও পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবে যদি সিরিয়ার নেতা বাশার আল আসাদ ভবিষ্যতে তার জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন।

বোরিস জনসন বিবিসি কে বলেছেন, “ আরও আক্রমণ চালানোর কোন প্রস্তাব এই মুহুর্তে টেবিলে নেই।”

যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন শনিবার খুব সকালে আক্রমণ চালায়। সিরিয়ার তিনটি রাসায়নিক অস্ত্র তৈরির স্থাপনায় তারা ১০৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। রাজধানী দামেস্কে একটি স্থাপনা এবং অন্য দুটি স্থাপনা লেবাননের উত্তরাঞ্চলের সীমান্তের কাছে হোম্সের কাছে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলেছেন প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে প্রতিটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থলে আঘাত হেনেছে এবং স্থাপনাগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং বেসামরিক লোকজন হতাহত হয়নি।

XS
SM
MD
LG