অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বিদ্রোহী গ্রুপ নতুন কম্যান্ডার নিয়োগ করেছে


সিরিয়ায় বিদ্রোহী গ্রুপ Free Syrian Army, সরকার এবং ইসলামপন্থী যোদ্ধাদের কাছে বেশ কয়েক মাস ধরে অনেকটা পরাজিত হয়ে, এক নতুন কম্যান্ডার নিয়োগ করেছে।

পশ্চিমা দেশগুলো সমর্থিত, মধ্যপন্থী বাহিনী Salim Idris এর অকার্যকারিতার কথা উল্লেখ করে বলেছে তার স্থলাভিষিক্ত হয়েছেন Abdul-Ilah al-Bashir।

Syrian National Coalition এর President Ahmad Jarbaর দফতর থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ওই পদক্ষেপের প্রশংসা করা হয়েছে। সরকারি সেনা বাহিনী ও আল কায়দা সংশ্লিষ্ট চরমপন্থিদের বিরুদ্ধে লড়ে যাবার, বিরোধী গ্রুপের যে প্রতিশ্রুতি রয়েছে, বিবৃতিতে তা পুনর্ব্যাক্ত করা হয়।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন সিরিয়ার সরকার বিরোধীদের বিরুদ্ধে সামরিক ক্ষেত্রে জয়লাভ করতে চেষ্টা করছে। এবং তা অর্জন করতে President Bashar al-Assadকে সাহায্য করছে রাশিয়া।

তিনি বলেন "এটা খুব সুস্পষ্ট যে Bashar al-Assad সরল বিশ্বাসে আলোচনার টেবিলে না গিয়ে বরং রণক্ষেত্রে জয়লাভের চেষ্টা করছেন।”


সোমবার জাকার্তায় কেরি বলেন যে সিরিয়া যে ভাবে অসামরিক লোকজনদের উপর ব্যারেল বোমা বর্ষণ করছে তাতে সিরিয়ার কলাকৌশল প্রতীয়মান। তিনি বলেন রাশিয়া যে অস্ত্র ও ত্রাণ সাহায্য সরবরাহ করছে তা, গৃহযুদ্ধ অবসানে, রাজনৈতিক সমাধানের চাইতে, সামরিক সমাধান অর্জনে মি আসাদকে বেশি সাহায্য করছে।
XS
SM
MD
LG