অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার ডুমায়, জাতিসংঘের নিরাপত্তা দলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়


জাতিসংঘের এক সূত্র ভয়েস অফ আমেরিকাকে বলেছেন সিরিয়ার ডুমায় জাতিসংঘের একটি দল যারা সেখানে প্রাথমিক নিরীক্ষণ চালাচ্ছেন, তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ডুমায় রাসায়নিক অস্ত্রের আক্রমণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

ওই সূত্র থেকে আরও বলা হয় জাতিসংঘের ওই দলের সদস্যরা আহত হয়নি এবং তারা রাজধানী দামেস্কে ফিরে যান।

রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা বা ওপিসিডব্লিউ’র পরিদর্শকরা, ডুমায় প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। তারা নির্ধারণ করবেন এ মাসের গোড়ার দিকে সেখানে আক্রমণের সময় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হযেছে কিনা। ওই হামলায় বহু মানুষ নিহত হন।

মঙ্গলবার এ বিষয়ে প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ওই এলাকায় পৌঁছে গেছেন কিনা।

XS
SM
MD
LG