রাষ্ট্রীয় বার্তা মাধ্যম ও সক্রিয়কর্মীরা বলছেন, সিরিয়ার সরকারি বাহিনী, রুশ বিমান আক্রমণের সহায়তায় ইসলামিক স্টেটের কাছ থেকে প্রাচীন শহর পালমিরার নিয়ন্ত্রণ আবার নিয়েছে। চরমপন্থীদের জন্য এ ছিল একটা গুরুত্বপূর্ণ প্রতীকী ও কলাকৌশলগত পরাজয়।
সিরিয়ান সশস্ত্র বাহিনী রবিবার বলেছে পুনরায় পালমিরার নিয়ন্ত্রণ গ্রহণ, চরমপন্থীদের জন্য একটা চরম আঘাত। চরমপন্থীরা ১০ মাস আগে ওই শহরটি দখল করে এবং প্রায় ২০০০ বছরের সব বিখ্যাত স্মৃতিসৌধ ধ্বংস করে ফেলে।
সাম্প্রতিক দিনগুলোতে পালমিরায় লড়াই জোরদার হয়েছে। সিরিয়ান বাহিনী তাদের তিন সপ্তাহ ধরে আক্রমণ অভিযান চালিয়েছে।