অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ান বাহিনী আলেপ্পোতে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দ্বিতীয় একটি এলাকা দখল করেছে


A man rides a bicycle amidst dust near rubble of damaged buildings after a strike on the rebel held besieged al-Shaar neighborhood of Aleppo, Syria, Nov. 26, 2016.
A man rides a bicycle amidst dust near rubble of damaged buildings after a strike on the rebel held besieged al-Shaar neighborhood of Aleppo, Syria, Nov. 26, 2016.

সিরিয়ান বাহিনী বলেছে আলেপ্পোর পুর্বাঞ্চলে তারা বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দ্বিতীয় একটি এলাকা দখল করেছে।

সামরিক কর্মকর্তারা বলেছেন তারা জাবাল বাদরো এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। গত দুদিনে আলেপ্পোর পুর্বাঞ্চলে এটি দ্বিতীয় আবাসিক এলাকা যা সরকার পুনর্দখল করলো।

ইতিমধ্যে খবরে প্রকাশ সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত শহর আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে শত শত মানুষ পালিয়ে চলে গেছে সরকার নিয়ন্ত্রিত এলাকায়।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস সংগঠন যারা সে দেশের প্রায় ৬ বছরের গৃহ যুদ্ধ পর্যবেক্ষণ করছে, বলেছে সরকারি বাহিনী মাসাকান হানানো পুনর দখলের পর অন্তত ৪০০ শরণার্থী ওই এলাকায় পালিয়ে গেছে।

অবসারভেটরি সংগঠনের প্রধান, রামি আব্দেল রহমান বলেছেন ২০১২ সালের পর আলেপ্পোর পুর্বাঞ্চল থেকে এ ধরনের দলবদ্ধ প্রস্তান এই প্রথম।

সিরিয়া বলেছে রাশিয়া সমর্থিত তাদের সেনা বাহিনী এখন মাসাকান হানানো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। ১৩ দিন ধরে প্রচন্ড লড়াইয়ের পর, আলেপ্পো জেলায় বিদ্রোহী নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ এলাকাটি তারা নিয়ন্ত্রণ করলো।

XS
SM
MD
LG