অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ: শরনার্থী যারা সিরিয়া ছেড়ে পালিয়ে যাচ্ছে তাদের সংখ্যা দ্রুত বাড়ছে


জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে এ বছরের শেষ নাগাদ সিরীয় শরণার্থীর সংখ্যা ৭ লাখে পৌঁছতে পারে।

বৃহস্পতিবার ইউএনএইচসিআর প্রায় ৫০ কোটি ডলারের সাহায্যের আবেদন জানিয়েছে। প্রতিবেশি দেশ জর্ডান, ইরাক, লেবানন এবং তুরস্কে পালিয়ে গিয়ে আশ্রয় নিচ্ছে শরনার্থীরা। এই সংখ্যা দ্রুত বাড়ছে। তাদের সাহায্যার্থে ওই আবেদন জানানো হয়।

বলা হয়েছে ২ থেকে ৩ হাজার মানুষ প্রতিদিন ওই সব সীমান্ত অতিক্রম করে। রেজিস্ট্রিকৃত শরণার্থী এবং যারা রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করছে তাদের সংখ্যা বেড়েছে ৬০০ শতাংশের বেশি।
এমন এক দিনের পর সাহায্যের আবেদন জানানো হয় যে দিনটি ছিল সিরিয়ার অধিকার গ্রুপের মতে সিরিয়ায় ১৮ মাসের সংঘাত শুরু হওয়ার পর সবচাইতে রক্তাক্ত দিন।

বৃটেন ভিত্তিক সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে বুধবার ৩০০ বেশি মানুষ সিরিয়ায় প্রাণ হারায়।
XS
SM
MD
LG