সিরিয়ার সেনাবাহিনী সেদেশের উত্তর পশ্চিমাঞ্চলে সিরিয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলেপ্পোর বিদ্রোহীদের অবস্থানগুলিতে আক্রমণ চালিয়েছে।
বিরোধী অধিকার কর্মীরা বলেন, শনিবার সরকারি সৈন্যরা বিদ্রোহী নিয়ন্ত্রিত মহল্লাগুলোর ওপর ট্যাঙ্ক ও হেলিকপ্টার গানশিপের সাহায্যে অভিযান শুর করেছে।
সিরিয়ান অবসারভেটরি ফর হিইম্যান রাইটস বলেছে শনিবারের সংঘর্ষে ২৯ জন নিহত হয়। ব্রিটেন ভিত্তিক ওই গ্রুপ বলেছে সিরিয়ার সর্বত্র অন্তত ৯০ জন নিহত হয় সরকার বিরোধী সংঘাতে।
ওদিকে রাশিয়া আলেপ্পোতে মারাত্মক ঘটনা আসন্ন বলে বক্তব্য রাখলেও বিদ্রোহীদের প্রতি বিদেশী সমর্থনে সেখানে আরো রক্তক্ষয় ডেকে আনবে বলে মন্তব্য করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রোভ আরো বলেন, কারো এই ধারণা করা সমীচিন হবেনা যে সিরীয় সরকার স্বেচ্ছায় বিরোধীদের হাতে ক্ষমতা তুলে দেবে।
বিরোধী অধিকার কর্মীরা বলেন, শনিবার সরকারি সৈন্যরা বিদ্রোহী নিয়ন্ত্রিত মহল্লাগুলোর ওপর ট্যাঙ্ক ও হেলিকপ্টার গানশিপের সাহায্যে অভিযান শুর করেছে।
সিরিয়ান অবসারভেটরি ফর হিইম্যান রাইটস বলেছে শনিবারের সংঘর্ষে ২৯ জন নিহত হয়। ব্রিটেন ভিত্তিক ওই গ্রুপ বলেছে সিরিয়ার সর্বত্র অন্তত ৯০ জন নিহত হয় সরকার বিরোধী সংঘাতে।
ওদিকে রাশিয়া আলেপ্পোতে মারাত্মক ঘটনা আসন্ন বলে বক্তব্য রাখলেও বিদ্রোহীদের প্রতি বিদেশী সমর্থনে সেখানে আরো রক্তক্ষয় ডেকে আনবে বলে মন্তব্য করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রোভ আরো বলেন, কারো এই ধারণা করা সমীচিন হবেনা যে সিরীয় সরকার স্বেচ্ছায় বিরোধীদের হাতে ক্ষমতা তুলে দেবে।