অ্যাকসেসিবিলিটি লিংক

পালমিরার নিয়ন্ত্রন আইএস'র বিরুদ্ধে বৃহত্তর অভিযান শুরুর ভিত্তি: সিরিয়ার সেনাবাহিনী


সিরিয়ার সেনাবাহিনী বলছে, পালমিরার নিয়ন্ত্রন ফিরে পাওয়া ইসলামিক স্টেটের বিরুদ্ধে বৃহত্তর অভিযান শুরু করার ভিত্তি হিসেবে কাজ করবে।

দেশটির অতীত সংরক্ষন বিষয়ক প্রধান বলেছেন, প্রাচীন নিদর্শনগুলো জঙ্গী অভিযান সত্ত্বে টিকে থাকার কারনে এখন আরো বেশী গুরুত্ব বহন করবে।

সিরিয়াপন্থী বাহিনী রাশিয়ার বিমান হামলার সহযোগিতায় ১০ মাস পর ইসলামিক স্টেটের কাছ থেকে পালমিরার নিয়ন্ত্রন ফিরে পেয়েছে।

ইসলামিক স্টেট জঙ্গীরা পালমিরার প্রায় দুই হাজার বছর পুরোনো কিছু সৌধ ধ্বংস করে।

বৃটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ঐ অভিযানে চারশো জঙ্গী নিহত এবং ১৮০ এর বেশী সরকারপন্থী সৈন্য মারা গেছে।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ একে একটি গুরুত্বপূর্ন অর্জন হিসাবে বর্ননা করেছেন।

XS
SM
MD
LG