অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় সক্রিয়কর্মীরা বলেছে সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলায় ১৮ ব্যক্তি নিহত


Map of Syria showing Salqin, in Idlib province
Map of Syria showing Salqin, in Idlib province

রবিবার সিরিয়ায় সক্রিয়কর্মীরা বলেছে ধারনা করা হচ্ছে রাশিয়ার জঙ্গিবিমান হামলায়, সিরিয়ার উত্তরাঞ্চলে অন্তত ১৮ ব্যক্তি নিহত হয়, আহত হয় অন্যান্য ৪০জন।

একটা ব্যস্ত বাজারে ওই আক্রমণ হয়েছে বলে খবরে প্রকাশ।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবসারভেটরি ফর হিইম্যান রাইটস বলেছে তুর্কী সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে ইদলিব প্রদেশে আরিহা শহরে ওই হামলা হয়।

আল কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট সহ, ইসলামপন্থী জঙ্গিরা ওই এলাকা নিয়ন্ত্রণ করে। ওই এলাকায় ইসলামিক স্টেট গ্রুপ তৎপর নয়।

সেপ্টেম্বর মাসে রাশিয়া সিরিয়ায় বিমান অভিযান শুরু করে।

XS
SM
MD
LG