অ্যাকসেসিবিলিটি লিংক

রাসিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিরিয়ার বিরোধী নেতার বৈঠক হয়


রাসিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ সিরিয়ার বিরোধী নেতার সঙ্গে তার প্রথম সরারি বৈঠক করেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বাইরে এই বৈঠক হয়।

লাভরভ এবং সিরিয়ার বিরোধী নেতা মোয়ায আল খালিব এর বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিরিয়ায় জাতিসঙ্ঘ আরব লীগের শান্তিদূত লাঘদার ব্রাহিমী অংশ নেননি।

জো বাইডেন পৃথক ভাবে লাভরভ, ব্রাহিমী এবং আল খাতিবের সঙ্গে ভৈঠক করেন।


ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিচ্ছেন। সিরিয়া সংকট সেই বৈঠকে প্রাধান্য পাচ্ছে।

শনিবার জার্মানীর দক্ষিনাঞ্চলে অনুষ্ঠানরত সম্মেলনে সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন ক’রে প্রচেষ্টা চালানো হচ্ছে। এ সপ্তাহের গোড়ার দিকে সিরিয়ার বিরোধী নেতা মোয়ায আল খাতিব বলেন, তিনি সিরিয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আপোষ আলোচনার জন্য প্রস্তুত।

সিরিয়া সংকট নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বড় ধরনের মতবিরোধ রয়েছে।
XS
SM
MD
LG