লেবাননের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ স্বীকার করেছেন যে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চালানের প্রথম কিস্তি পেয়েছেন। বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে বিদেশি সামরিক হস্তক্ষেপ নিরুৎসাহিত করতে ওই প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য করবে।
সাংবাদিকরা বলেন মি আসাদ দাবি করেন যে তিনি S-300 বিমান প্রতিরক্ষা সরবরাহ পেয়েছেন। লেবানিজ টেলিভিশন স্টেশান আল মানারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার পরে ওই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। আসাদ পন্থী লেবানিজ চরমপন্থী গ্রুপ হেজবোল্লাহ, আল মানার পরিচালনা করে।
মি আসাদ যে দাবী করেছেন বলে খবর বেরিয়েছে, স্বতন্ত্র সূত্রে তা যাচাই করা যায়নি। তাৎক্ষনিক রাশিয়াও কোন মন্তব্য করেনি।
সাংবাদিকরা বলেন মি আসাদ দাবি করেন যে তিনি S-300 বিমান প্রতিরক্ষা সরবরাহ পেয়েছেন। লেবানিজ টেলিভিশন স্টেশান আল মানারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার পরে ওই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। আসাদ পন্থী লেবানিজ চরমপন্থী গ্রুপ হেজবোল্লাহ, আল মানার পরিচালনা করে।
মি আসাদ যে দাবী করেছেন বলে খবর বেরিয়েছে, স্বতন্ত্র সূত্রে তা যাচাই করা যায়নি। তাৎক্ষনিক রাশিয়াও কোন মন্তব্য করেনি।