অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ানদের ভবিক্ষ্যৎ


Syrian army soldiers patrol the east Aleppo neighborhood of Tariq al-Bab, Syria, Dec. 3, 2016. Tariq al-Bab was captured by Syrian government forces on Friday.
Syrian army soldiers patrol the east Aleppo neighborhood of Tariq al-Bab, Syria, Dec. 3, 2016. Tariq al-Bab was captured by Syrian government forces on Friday.

সিরিয়ার সংঘাতে প্রায় ৫০ লক্ষ সিরিয়ান দেশ ছেড়ে প্রতিবেশি দেশগুলো ও ইউরোপে পালিয়ে গেছে। তারা পালিয়ে গেছে কারণ প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ তারা বজায় রাখতে চেয়েছে, বিমান আক্রমণ ও ব্যরেল বোমার হামলা তারা এড়াতে চেয়েছে এবং যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা লড়াই করতে চেয়েছে।

তবে বর্তমানে সেখানে শক্তির ভারসাম্য আসাদ সরকারের দিকে যাচ্ছে। সিরিয়ানরা এখন তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছে।

বিদ্রোহী যোদ্ধা ও বিরোধী সক্রিয়কর্মীরা ও রাজনীতিকরা ভাবছেন তারা হয়ত আর দেশে ফিরে যেতে পারবেন না যতদিন আসাদ ক্ষমতায় থাকবেন।

XS
SM
MD
LG