সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা মাধ্যম এবং মানবাধিকার কর্মীরা বলছেন সরকারি সেনারা এবং মিত্র মিলিশিয়া জোট, রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘুটার পুর্বাঞ্চলে বেশ কয়েকটি গ্রাম ও শহর দখল করেছে। গত মাসে ব্যাপক অভিযান শুরু হওয়ার পর, এবারই সবচাইতে বড় ধরনের অগ্রগতি হলো।
সিরিয়ার সরকারি বার্তা মাধ্যমে বলা হয় যে সরকারি বাহিনী, ওই এলাকার পূর্ব প্রান্তে, অন্তত ৬টি গ্রাম ও শহর দখল করে।
সিরিয়ান অবসারভেটরি ফর হিউমান রাইটস বলেছ, বিদ্রোহী গ্রুপগুলো রবিবার পাল্টা আক্রমণ শুরু করে।” এবং কয়েকটি আক্রমণ অভিযানে তারা সরকারি সেনাদের অবস্থানের পেছনে যোদ্ধাদের মোতায়েন করে। তারা আরও বলেছে লড়াই অব্যাহত রয়েছে এবং বিদ্রোহীরা অন্তত একটি শহরের নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করেছে।
রয়টার্স সংবাদ সংস্থা জাতিসংঘের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ সংস্থার এ্রাণসামগ্রী নিয়ে, রবিবার যে মানবিক কনভয়ের সিরিয়ার অবরুদ্ধ শহরে যাওয়ার কথা ছিল তা তারা করবে না।
জাতিসংঘ বলেছে, প্রায় ৪ লক্ষ মানুষের খাদ্য, চিকিৎসা ও অন্যান্য সামগ্রীর প্রয়োজন।