অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ায় রাসায়নিক আক্রমণের জন্য, পুটিন এবং ইরানকে দায়ী করেন


This photo released by the Syrian Civil Defense White Helmets, which has been authenticated based on its contents and other AP reporting, shows smoke rising after Syrian government airstrikes hit in the town of Douma, in the eastern Ghouta region east of
This photo released by the Syrian Civil Defense White Helmets, which has been authenticated based on its contents and other AP reporting, shows smoke rising after Syrian government airstrikes hit in the town of Douma, in the eastern Ghouta region east of

রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, সিরিয়ায় রাসায়নিক আক্রমণের জন্য, রুশ প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিন এবং ইরানকে দায়ী করেন। সিরিয়ায় ওই আক্রমণে অন্তত ৪০জন নিহত হয়। প্রেসিডেন্ট বলেন তাদেরকে এর জন্য মূল্য দিতে হবে।

সিরিয়ার সরকার এবং রাশিয়া উভয়ই, শনিবারের কথিত রাসায়নিক আক্রমণের কথা অস্বীকার করেছে।

এর আগে, সিরিযার সরকারের প্রতি অবিমিশ্র সমর্থন অবিলম্বে বন্ধ করার, এবং নৃশংস রাসায়নিক অস্ত্রের আক্রমণ রোধ করার লক্ষ্যে আন্তর্জাতিক সমাজের সঙ্গে কাজ করার জন্য, যুক্তরাষ্ট্র, রাশিয়ার প্রতি আহ্বান জানিযেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্রী হেদার নোয়ার্ট এক বিবৃতিতে বলেন, ৭ই এপ্রিল আরেকটি কথিত রাসায়নিক অস্ত্রের আক্রমণের খবরের উপর যুক্তরাষ্ট্র ঘনিষ্ট নজর রাখছে। সিরিয়ার ডুমায় একটি হাসপাতালে লক্ষ্য করে ওই আক্রমণ চালানো হয় বলে বলা হয়।

XS
SM
MD
LG