অ্যাকসেসিবিলিটি লিংক

আসাদ বলেন জনগনের সঙ্গে তার কোন সমস্যা নেই


বিতর্কে লিপ্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জোর দিয়ে বলছেন যে সিরিয়ার জনগন ও সেনাবাহিনীর সমর্থন তার আছে যদিও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এবং এই খবর পাওয়া যাচ্ছে যে তার সামরিক বাহিনীর অফিসারদের অনেকেই স্বপক্ষ ত্যাগ করে তুরষ্কে যাচ্ছে।

রাশিয়া টুডে টেলিভিশনে শুক্রবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ স্বীকার করেন যে তার দেশে বিভাজন আছে। কিন্তু তিনি এই কথা অস্বীকার করেন যে তার বিরুদ্ধে ১৯ মাসের বিদ্রোহ একটা গৃহযুদ্ধ।

তিনি বলেন জনগন ও তার মধ্যে কোন সমস্যা নেই। তার কোন সমস্যা নেই জনগনের সঙ্গে কারণ যুক্তরাষ্ট্র, পশ্চিমী দেশগুলো এবং তুরস্ক সহ বহু আরব দেশ তার বিরুদ্ধে। আর তুরস্কতো আরব দেশ নয়। আর সিরিয়ার জনগন যদি তার বিরুদ্ধেই থাকতো তাহলে তিনি সেখানে কেমন করে আছেন?

সিরিয়ার সরকার সারা দেশে বিদ্রোহী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আামলা অব্যাহত রেখেছে।
XS
SM
MD
LG