অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব আলেপ্পো থেকে লোকজনকে স্থানান্তর পুনরায় শুরু 


সিরিয়ান অবজারভেটরি ফর ইউম্যান রাইটস এবং সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে রবিবার সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত যে দু'টি শহরে আক্রমণ চলে এবং বোমা বর্ষণ করা হয় যেখান থেকে লোকজনকে অন্যত্র সরিয়া নেওয়ার জন্য বাস যেতে শুরু করেছে। ঐ বাসগুলো ইদলীব প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলের আল ফাওয়া এবং কাফ্রায়া শহর থেকে অন্তত দু’হাজার অসুস্থ এবং আহত লোক জনকেঅন্যত্র সরিয়ে নেয়ার কাজ করবে।


পূর্ব আলেপ্পো থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার যে চুক্তি হয় তারই অংশ হিসেবে এই স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু হল। রয়টার সংবাদ মাধ্যম জানিয়েছে, আরও অন্যান্য বাস এবং রেড ক্রিসেন্টের গাড়ীগুলো শহরের প্রবেশ পথে পৌঁছে গিয়েছে।

XS
SM
MD
LG