অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় মসজিদে বিমান হামলায় অন্তত ৪২জন নিহত 


সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে একটি মসজিদের ওপরে বিমান হামলায় অন্তত ৪২জন প্রাণ হারিয়েছে এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।
লন্ডন ভিত্তিক অবজারভেটরি দল জানিয়েছে যে আলেপ্পো প্রদেশের জেনা অঞ্চলেবৃহস্পতিবার কোন দলের পক্ষ থেকে ঐ বিমান হামলা চালানো হয়েছে সে বিষয়ে তারা এখনও নিশ্চিত হতে পারছে না।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলে একটি মসজিদের কাছে আল কাইদার বৈঠককে লক্ষ্য করে তারা বিমান আক্রমণ চালিয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জন যে টমাস বলেন, আমাদের লক্ষ্যস্থলমসজিদ ছিল না তবে আমরা যে দালান লক্ষ্য করে অভিযান চালিয়েছি তা মসজিদ থেকে ৫০ ফুট অর্থাৎ ১৫ মিটার দূরে অবস্থিত এবং ঐ মসজিদটি এখনও অক্ষত অবস্থায় আছে। ঐ একই এলাকায় সিরিয়া এবং রাশিয়ান সামরিক বাহিনীও বিমান অভিযান চালিয়েছে।

অবজারভেটরি জানিয়েছে ঐ সময় মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদ ভর্তি লোক ছিল। তারা বলেছে বোমা হামলায় ১’শর বেশি মানুষ আহত হয়েছে এবং এখনও অনেকে মসজিদের ধ্বংস স্তূপের নীচে চাপা পড়ে আছে।

XS
SM
MD
LG