অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার আলেপ্পোয় আজ বুধবার সকালে আবার নতুন দফায় ধুন্দুমার লড়াই শুরু হয়েছে


সিরিয়ার আলেপ্পোয় আজ বুধবার সকালে আবার নতুন দফায় ধুন্দুমার লড়াই শুরু হয়েছে- বিভিন্ন দল-উপদল ও তাদের সমর্থকেরা অস্ত্রবিরতি লংঘন নিয়ে পরস্পর পরস্পরকে দোষারোপ করছে- অসামরিক লোকজনের,বিদ্রোহি লড়াকুদের নিরাপদে অন্যত্র স্থনান্তরনের প্রক্রিয়াও বিলম্বিত হয়েছে।

Syrian Observatory for Human Rights বলছে- সহিংসতার ভেতরে রয়েছে আলেপ্পোর বিরোধী দল অধিকৃত বাদবাকি অংশগুলোয় বিমান হামলা। ঐসব অঞ্চল বিদ্রোহি লড়াকুরা দখল করেছিলো সে আজ বছর চারেক আগে। বিদ্রোহি এলাকাগুলোতেও গোলার আঘাত লেগেছে- সিরিয়ার রাষ্ট্র পরিচালিত টেলিভিশনের সম্প্রচারে খবর দেওয়া হয়েছে- বিদ্রোহিদের ছোঁড়া গোলার আঘাতে নিহত হয়েছে ৬ ব্যক্তি। এসব অঞ্চল সেই এলাকার অন্তর্ভুক্ত যেটা কিনা এই হালেই সরকার পক্ষ পুনর্দখল করেছে।

মঙ্গলবার স্বীকৃত অস্ত্র সংবরণ রফা বিদ্রোহি লড়াকুরা লংঘন করেছে বলে অভিযোগ রাশিয়ার, রাশিয়া বলছে,তারা সিরিয়া সরকারের অবস্থানগুলোয় আক্রমন চালায়। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন- সরকারী বাহিনীই আক্রমন চালায় প্রথম।এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটীন আজ বুধবার আলেপ্পো পরিস্থিতি নিয়ে কথা বলছেন।

রাশিয়া সমর্থন করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে- তুরস্ক সমর্থন করে সেই বিদ্রোহিদের, আসাদকে যারা বহিস্কার করতে চায়।রাশিয়া-তুরস্ক মধ্যস্থতা করেই এ অস্ত্রবিরতি রফা করিয়েছিলো। ঐ রফার আওতায় স্থানান্তরণ পরিকল্পনাও স্থির হয়েছিলো- কথা ছিলো ঐ পরিকল্পনা আরম্ভ হবে বুধবার সকাল থেকে। বুধবার মাঝ দুপুর পর্যন্ও লড়াই চলছিলো ধুন্দুমার- স্থনান্তরনের কিছুই হয়নি।

XS
SM
MD
LG