অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট আসাদ: সিরিয়ান সেনা বাহিনীর অভিধানে পরাজয় শব্দটি নেই


Syrian President Bashar Assad delivering a speech in Damascus, Syria, Sunday. This image is made from video broadcast on Press TV, Iran's English language state-run channel, July 26, 2015.
Syrian President Bashar Assad delivering a speech in Damascus, Syria, Sunday. This image is made from video broadcast on Press TV, Iran's English language state-run channel, July 26, 2015.

রবিবার সরাসরি সম্প্রচারিত, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে, সিরিয়ার প্রেসিডেন্ট স্বীকার করেন যে সামরিক বাহিনী দেশের কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে কেন তারা ওই পদক্ষেপ নিয়েছে তার যুক্তি তিনি তুলে ধরেন।

President Bashar al-Assad বলেন “যে সব গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনী রাখছে তা, অন্যান্য এলাকার যাতে পতন না ঘটে, তা নিশ্চিত করবে।” তিনি বলেন “আমরা ভেঙ্গে পড়ছি না। --- সিরিয়ান সেনা বাহিনীর অভিধানে পরাজয় শব্দটি নেই।”

প্রেসিডেন্ট স্বীকার করেন যে মৃত্যু, স্বপক্ষ ত্যাগ, এবং ক্রমবর্ধিত ভাবে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ ফাঁকি দেওয়ার কারণে , সেনা বাহিনীর সৈন্য সংখ্যা কমছে। রাজধানী দামেস্কে রবিবার সকালে ভাষণ দানের সময় সিরিয়ার নেতা বলেন “মানব সম্পদের অভাব রয়েছে।”

XS
SM
MD
LG