অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত প্রেসিডেন্ট আসাদ


Serbia Syria Protest
Serbia Syria Protest

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন তার সরকার যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার ডেমোক্রাটিক ফোরসেস এর সঙ্গে আলাপ আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তবে এই আলোচনা যদি সফল না হয় সেই ক্ষেত্রে আসাদ বিদ্রোহীদের দখলে থাকা এলাকা গুলোকে পুনরুদ্ধার করতে তার বাহিনী ব্যবহার করতে বাধ্য হবেন। সম্প্রতি রাশিয়ার একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে আসাদ বলেন, এই মুহূর্তে কুর্দি ও আরবদের যৌথ বাহিনীর দখলে থাকা উত্তর এবং পূর্ব সিরিয়া ছাড়া আর কোন সমস্যা নেই। তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন তাদের উচিৎ সিরিয়ে থেকে চলে যাওয়া এবং সিরিয়ার সরকারকে তাদের দেশ মুক্ত করার দায়িত্ব পালন করতে দেয়া। যুক্তরাষ্ট্রের বাহিনী কুর্দি শাসিত উত্তর ও পূর্ব সিরিয়াতে বিমান ঘাঁটি পরিচালনা করে। তারা সিরিয়ার ডেমোক্রাটিক ফোরসেসকে পরামর্শ এবং সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র সেখানে সিরিয়া এবং ইরাকে বিমান হামলায় যৌথ বাহিনীর নেতৃত্ব দিচ্ছে। জঙ্গি বাহিনী ইসলামিক স্টেটকে অপসারণের লক্ষ্যে চার বছর ধরে এই যুদ্ধ অব্যাহত রয়েছে।

XS
SM
MD
LG