অ্যাকসেসিবিলিটি লিংক

টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প যৌথ অভিযানকে সফল বলে দাবী করেছেন


তবে হামলার স্বপক্ষে ও বিপক্ষেও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে I সিরিয়ার পররাষ্ট্র দফতর, সিরিয়ার বিরুদ্ধে আমেরিকান, ব্রিটিশ ও ফরাসী আগ্রাসনের কঠোর সমালোচনা ও নিন্দা প্রকাশ করে; তাঁরা জানায় এই আগ্রাসন আন্তর্জাতিক নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন I সিরিয়ার রাজধানী, দামেস্কে,প্রেসিডেন্ট বাশারের সমর্থনে মিছিল বের করা হয়,যারা স্লোগান তোলেন, "বাশার আমরা তোমারই লোক, আমরা তোমার সঙ্গে আছি "I রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই হামলাকে স্বার্বভৌম সরকারের বিরুদ্ধে আগ্রাসন বলে অবিহিত করে বলেন, এই হামলা যুদ্ধপীড়িত সিরিয়ার মানবিক সঙ্কট আরো বাড়িয়ে তুলবে I

ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেয়ী এই হামলাকে অপরাধী তৎপরতা বলে উল্লেখ করেছেন I চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, শনিবার জানিয়েছে, যে, স্বতন্ত্র তদন্তের মাধ্যমেই রাসায়নিক হামলা ও সঙ্কটের রাজনৈতিক সমাধান হতে পারে I ২০১৭ সালে ফ্রান্সের প্রেসিডেনশিয়াল নির্বাচনে পরাজিত প্রার্থী, LE PEN বলেছেন ফ্রান্স এই অভিযানের কারণে অযাচিত ও নাটকীয় পরিণতির মুখোমুখি হতে পারে I

XS
SM
MD
LG