সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর একজন মুখপাত্র বলছেন, তারা দেশটির গৃহযুদ্ধের একটি রাজনৈতিক সমাধানকল্পে জাতিসংঘ সমর্থিত আলোচনায় অংশ নিতে চান। ঐ গোষ্ঠীর নাম দ্য হাই নেগোসিয়েশন কমিটি। তারা বর্তমানে জেনেভাতে আছেন। মুখপাত্র বলেন, আমরা এই আলোচনা শুরু করতে প্রস্তুত। আমরা চাই সিরিয়াতে অন্ততঃ কিছু একটা ঘটুক। ইসলামিক স্টেট বলছে, দঃ দামেষ্কের শহরতলিতে তাদের তিন দফা বোমা হামলায় রবিবার অন্ততঃ ৬০ ব্যক্তি নিহত হয়েছে।