প্রেসিডেন্ট ওবামা বলছেন – প্রেসিডেণ্ট বাশার আল আসাদ তাঁর দেশের জনগনের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছেন , এটা প্রমান করতে পারলে যুক্তরাষ্ট্র সিরিয়ার মোকাবেলায় বিকল্প ব্যবস্থার কথাটা নতুন করে ভাবতে পারে ।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট কথাটা আবার নতুন করে উল্লেখ করলেন , দ্বিতিয় মেয়াদে ক্ষমতা হাতে নেওয়ার এক শ’ দিনের মাথায় । বলেন – রাসায়নিক অস্ত্রের ব্যবহার , পরিস্থিতিতে মোড়বদল ঘটাবে , তবে তার জন্যে সঠিক তথ্যের প্রয়োজন ।
প্রেসিডেন্ট ওবামা বলেন – সিরিয়ার ব্যাপারে একটা সমাধানে পৌঁছুতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গভির অভিনিবেশে কাজ করে চলেছে ।
ইতিমধ্যে , সিরিয়ার রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমে বলা হচ্ছে – দামেস্কের মধ্যাঞ্চলে এক বোমার বিস্ফোরণে কম হলেও ১৩ জনের প্রাণবিনাশ হয়েছে – আহত হয়েছেন ৭০এরও বেশি লোক ।
আজ মঙ্গলবারের এ বিস্ফোরণ ঘটে রাজধানীর মার্জে মহল্লায় । টেলিভিশনের পর্দায় , কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গিয়েছে – আশপাশের ভবন অট্রলিকা ও পরিবহন যান ভেঙ্গে তছনছ হওয়ার দৃশ্য নজরে এসেছে ।
রাষ্ট্র পরিচালিত সানা’ বার্তা সংস্থা পরিবেশিত খবরে এর জন্যে সন্ত্রাসীরাই দায়ি বলে অভিযোগ করা হয়েছে । বোমা বিস্ফোরণের পর পরই এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যায় ।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট কথাটা আবার নতুন করে উল্লেখ করলেন , দ্বিতিয় মেয়াদে ক্ষমতা হাতে নেওয়ার এক শ’ দিনের মাথায় । বলেন – রাসায়নিক অস্ত্রের ব্যবহার , পরিস্থিতিতে মোড়বদল ঘটাবে , তবে তার জন্যে সঠিক তথ্যের প্রয়োজন ।
প্রেসিডেন্ট ওবামা বলেন – সিরিয়ার ব্যাপারে একটা সমাধানে পৌঁছুতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গভির অভিনিবেশে কাজ করে চলেছে ।
ইতিমধ্যে , সিরিয়ার রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমে বলা হচ্ছে – দামেস্কের মধ্যাঞ্চলে এক বোমার বিস্ফোরণে কম হলেও ১৩ জনের প্রাণবিনাশ হয়েছে – আহত হয়েছেন ৭০এরও বেশি লোক ।
আজ মঙ্গলবারের এ বিস্ফোরণ ঘটে রাজধানীর মার্জে মহল্লায় । টেলিভিশনের পর্দায় , কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গিয়েছে – আশপাশের ভবন অট্রলিকা ও পরিবহন যান ভেঙ্গে তছনছ হওয়ার দৃশ্য নজরে এসেছে ।
রাষ্ট্র পরিচালিত সানা’ বার্তা সংস্থা পরিবেশিত খবরে এর জন্যে সন্ত্রাসীরাই দায়ি বলে অভিযোগ করা হয়েছে । বোমা বিস্ফোরণের পর পরই এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যায় ।