অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার সৈন্যরা ভিন্নমতাবলম্বীদের ওপর অভিযান বৃদ্ধি করেছে


সিরিয়ার সৈন্যরা ভিন্নমতাবলম্বীদের ওপর অভিযান বৃদ্ধি করেছে
সিরিয়ার সৈন্যরা ভিন্নমতাবলম্বীদের ওপর অভিযান বৃদ্ধি করেছে

সিরিয়ার সৈন্যরা তুরস্কের সীমান্ত সংলগ্ন এলাকায় ভিন্নমতাবলম্বীদের ওপর অভিযান বৃদ্ধি করেছে। এ দিকে বেশ কিছু সংখ্যক সিরীয়বাসী দেশের ক্রমবর্ধমান গোলযোগ এড়াতে সীমান্ত পেরিয়ে তুরস্কে চলে যাচ্ছে। সক্রিয়বাদীরা বলেছে যে সিরিয়ার সৈন্যরা মারেত আল নুমান শহরে প্রবেশ করছে। গত কয়েক দিন নিরাপত্তা বাহিনী জিসর আল শুগুর এবং নিকটবর্তী শহরগুলোতে প্রবেশ করেছে । এর অগে সরকার জিসর আল শুগুর-এর সশস্ত্র গোষ্ঠিকে ১২০ জন নিরাপত্তা কর্মি হত্যার জন্য দায়ি করে। তুরস্কের কর্মকর্তারা বলছেন যে সীমান্ত অতিক্রমকারী সিরীয় শরনার্থিদের সংখ্যা এখন সাড়ে আট হাজার ছড়িয়ে গেছে। উপ প্রধানমন্ত্রী জেমিল জিজেক বলেছেন যে এই শরনার্থিদের মধ্যে অর্ধেকই হচ্ছে শিশু। এ দিকে তুরস্কের সংবাদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী রেজেপ তাইপ এরদোয়ান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ফোন করেছেন এবং তাকে সহিংসতার পথ পরিত্যাগ করে সংস্কার সাধনের জন্যে বলেছেন ।

XS
SM
MD
LG