অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া প্রশ্নে যুক্তরাষ্ট্র-রাশিয়ার ঐকমত্যে বিশ্বজুড়ে স্বস্তির পরিমন্ডল


এই যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সিরিয়া প্রশ্নে সমঝোতা হ’লো এর যুক্তিগ্রাহ্যতার প্রেক্ষিতে ইস্রাইল , সিরিয়ার সকল প্রকার রাসায়নিক অস্ত্র এতে করে নির্মূল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে- চীন এতে সুধুবাদ দিয়েছে – বলেছে, এতে করে সিরিয়া কেন্দ্রীক উত্তেজনা প্রশমিত হবে , জাতিসংঘ মহাসচীব বলেছেন এভাবেই সিরিয়ার জনগনের নিদারূন ভোগান্তির অবসান ঘটবে । কোনো কোনো মহল অবশ্য সংশয় ব্যক্ত করে বলছেন – সিরিয়ার সমস্যা তো কেবলই রাসায়নিক অস্ত্র কেন্দ্রীক নয় , সিরিয়া সমস্যা আরো অনেক বেশি জটীল একটা বিষয় । ২ হাজার ১৪ সালের মাঝামাঝি নাগাদ সকল প্রকার রাসায়নিক অস্ত্র – উপাদান – যন্ত্র সম্ভার নির্মূল করার আহ্বান রয়েছে ঐকমত্যে ।সিরিয়ার মূল বিরোধি পক্ষ বলছে – এ সমঝোতা সমস্যার সমাধানে যথেষ্ট নয় । বিষয়টি নিয়ে আমরা কথা বলি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয় বিভাগের শিক্ষক প্রফেসার শহিদুজ্জামানের সঙ্গে । আন্তর্জাতিক টেলি কনফারেন্স লাইনে ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।syria us-russia deal
please wait
Embed

No media source currently available

0:00 0:04:50 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG