যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রের প্রাক্তন দুজন পরিচালকসহ ১৩জন কর্মকর্তা, বৃটেনের সন্ত্রাস বিরোধী সংস্থা M16 এবং যুক্তরাষ্ট্রের একজন প্রাক্তন দূত মঙ্গলবার পশ্চিমি দেশগুলির প্রতি আবেদন জানিয়ে বলেন যে, তারা যেন সিরিয়া ও ইরাকের শিবিরগুলিতে আটক বন্দিদের অবজ্ঞা না করেন I তাঁরা বলেন, আল কাইদা, তালিবান ও আইসিসদের বিভীষিকাময় উত্থান আমরা প্রত্যক্ষ করেছি I বিশেষত উত্তরাঞ্চলীয় সিরিয়ার আল হোল শিবিরে আটক ৭০,০০০ বন্দির কথা তাঁরা উল্লেখ করেন, যেখানে ১১,০০০ বন্দি, আল কাইদা যোদ্ধাদের পরিবারের সদস্য I
যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের বারংবার অনুরোধ সত্ত্বেও বহু ইউরোপীয় দেশ এদের ফিরিয়ে নিতে অনীহা প্রকাশ করেছে I