সিরিয়ার সরকার ও বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনার বিষয়ে কর্মকর্তারা বলেছেন, সোমবারের আলোচনায় বড় ধরনের কোন অগ্রগতি হয়নি। কিন্তু মঙ্গলবারও আলোচনা অব্যাহত থাকবে।
কর্মকর্তারা জানিয়েছেন, কাজাকস্তানের রাজধানীতে রাশিয়া ও তুরস্ক সমর্থিত শান্তি আলোচনায় দুই পক্ষের মধ্যে সরাসরি কোন আলোচনা হচ্ছে না। কিন্তু তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে কথা বলছেন।
অনুমান করা হচ্ছে যে আস্তানায় অনুষ্ঠিত ওই বৈঠকে, ডিসেম্বর মাসে, রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় দেশ ব্যাপী যে অস্ত্র বিরতি হয় তা আরও জোরদার করার উপর মনোযোগ দেওয়া হবে। ওই অস্ত্র বিরতি মোটামুটি বলবৎ রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্র বিরতির প্রচেষ্টা দ্রুত ব্যর্থ হয়। বিবদমান পক্ষ গুলো গোলাগুলি বিনিময় করে এবং একে অপরকে দোষারোপ করে। এর আগের শান্তি আলোচনাগুলো যার মধ্যে অন্তর্ভুক্ত গত বছরের আলোচনা, সেগুলো ২০১১ সালের মার্চ মাসে যে সংঘাত শুরু হয় তা অবসানের লক্ষ্যে খুব কম অগ্রগতি সাধন করেছে।