অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বিরোধী গ্রুপগুলো প্রতিবাদ বিক্ষোভ করে সরকারের ছাড় সত্বেও


Demonstrators of Kurd origin march after Friday prayers in Qamishli, Syria, April 15, 2011
Demonstrators of Kurd origin march after Friday prayers in Qamishli, Syria, April 15, 2011

শুক্রবার সিরিয়ায় হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী সমাবেশ করে। এর একদিন আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করার আশায় এক নতুন মন্ত্রীপরিষদের কথা ঘোষণা করেন এবং আটক প্রতিবাদকারীদের মুক্তি দিয়েছেন।

সবচাইতে বিশাল বিক্ষোভ হয় দারায়। সেখানে সক্রিয়কর্মীরা শুক্রবার জুম্মার নামাজের পর রাস্তায় নেমে পড়ে ও “মুক্তি” ধ্বনি তোলে। গত মাসে বিরোধীদের যে বিক্ষোভ শুরু হয়, দক্ষিণানঞ্চলের ওই শহর তার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে।

XS
SM
MD
LG