সিরিয়ার অবরুদ্ধ পূর্ব ঘুটার, প্রধান বিদ্রোহী গ্রুপগুলোর একটি, বলেছে যে দামেস্কের উপকন্ঠ থেকে আহত লোকজনকে সরানোর বিষয়ে রাশিয়ার সঙ্গে তারা মতৈক্যে পৌছেছে।
সোমবার জাইস আল ইসলাম ঘোষণা করে যে তারা জাতি সংঘের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে এবং ওই মতৈক্য অর্জন করেছে।
এটা এখনও স্পষ্ট নয় যে আহতরা বিদ্রোহী যোদ্ধা না বেসামরিক লোকজন। জাইস আল ইসলাম বলেছে লোকজনকে সরানো হবে কয়েক পর্যায়ে কিন্তু কখন বা কোথায় নিয়ে যাওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত তারা কিছু যানায়নি।
রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ার সামরিক বাহিনী, ওই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য গত মাসে পূর্ব ঘুটায় আক্রমণ চালিয়েছে। কিন্তু ওই এলাকার নিয়ন্ত্রণ এখনও বিরোধী যোদ্ধাদের হাতে।